আপনাদের সবাইকে eFootball 2024 Co-Op টুর্নামেন্টে এ স্বাগতম। দীর্ঘ ১ বছর পর আমরা আবার নিয়ে আসলাম Co-Op টুর্নামেন্ট । এইবারের টুর্নামেন্টি হবে 2v2 নিয়মে। প্রতিটি দলে ২ জন করে খেলোয়ার প্রত্যেক ম্যাচে।
রেজিস্ট্রেশন করার আগে সম্পূর্ণ লিখাগুলো পরে নিবেন এই পেজ এর শেষ পর্যন্ত। দল গঠন এবং রেজিস্ট্রেশন এর ব্যাপারে বলা আছে
- টুর্নামেন্ট এর নামঃ eFootball Twin Strikers Championship 2024
- গেম প্লাটফর্মঃ পিসি- স্টিম ( মাইক্রোসফট স্টোর থেকে নামানো গেম সাপোর্ট করবে নাহ)
- টুর্নামেন্ট মোডঃ ২v২ Co-Op.
- রেজিস্ট্রেশন শুরুঃ ২৮ মে,২০২৪
- রেজিস্ট্রেশন শেষঃ ৩১ মে,২০২৪
- ইফুটবল কমিউনিটি পার্টনার এবং প্রধান আয়োজক: eFootball Community of Bangladesh Official (PC/CONSOLE/MOBILE)
- বাংলাদেশ এর ইস্পোর্টস অফিসিয়ালঃ Bangladesh Youth Development & Esports Association (BYDESA)
- মিডিয়া এবং সাপোর্ট আয়োজকঃ BDESPORTS.ORG
- টুর্নামেন্ট রেজিস্ট্রেশন লিঙ্কঃ এখানে ক্লিক করুন
- ডিস্কোর্ড লিংকঃ এখানে ক্লিক করুন ( অনুগ্রহ করে ডিস্কোর্ড এ যুক্ত হয়ে যাবেন, ডিস্কোর্ড এর মাধ্যমে যোগাযোগ করতে আপনাদের সহজ হবে)
- টুর্নামেন্ট এর রুল বুকঃ এখানে ক্লিক করুন
*টুর্নামেন্ট এ রেজিস্ট্রেশন করার আগে অবশ্যি আমাদের ওয়বসাইটে একাউন্ট খুলে নিবেন।
*আপনার দলের প্রতিটি সদস্যকেই আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে।
অনুগ্রহ করে সবাই সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ন করবেন অন্যথায় আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।
ডিস্কোর্ড অথবা আপনাদের ফেসবুক আমাদের টুর্নামেন্ট ছাড়া অন্য কোন গ্রুপ এর প্রমোশন অথবা ম্যসেসজ আসলে আমাদের কে জানাবেন। অনেক স্ক্যামার এর শিকার হতে পারেন।
দল গঠন
যে খেলোয়াড়রা একসাথে দল গঠন করতে পারবেন না: ১। ফাহমিদুল হাসান ফুয়াদ, ২। মহিউদ্দিন মহি, ৩। ফয়সাল হোসেন, ৪। নেসার উদ্দিন ফাহমি, ৫। মোঃ হামিদুল ইসলাম, ৬। শেইখ রায়হান, ৭। সুস্মিত রশিদ, ৮। আমিমুল আহসান আরমান, ৯। আয়মান উদ্দিন কোরাইশি। ১০। সৈকত রহমান খান।
উপরে উল্লেখিত খেলোয়ার বাদে যদি কারো কোন দল থাকে তাহলে তারা প্রতিটা খেলোয়ার আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের দল এর নামে লিখে দিবেন। মনে রাখবেন খেলা কিন্তু ২v২ । যদি আপনাদের দলে বেশি খেলোয়ার থাকে তাহলে সে অতিরিক্ত খেলোয়ার হিসেবে থাকবে। টুর্নামেন্ট চলাকালীন কোন খেলোয়ার পরিবর্তে অতিরিক্ত খেলোয়ার খেলতে পারবে।
উপরে উল্লেখিত খেলোয়ার সহ যাদের দল নেই তারা সকলে আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করবেন। শুধু মাত্র দল এর নাম স্থানে “No Team” লিখে দিবেন। যাদের দল নেই সেই সকল খেলোয়ারাও ক্যাপ্টেন হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই সকল ক্যাপ্টেন রা নিলামে অংশগ্রহন করে খেলোয়ার নিতে পারবেন।
রেজিস্ট্রেশন শেষ হবার পর সকল খেলোয়ারদের তালিকা আমাদের ওয়েবসাইটে দেয়া হবে।
নিলামঃ রেজিস্ট্রেশন সম্পূর্ন হওয়ার পর। নিবন্ধিত ক্যাপ্টেন এবং খেলোয়ার দের নিয়ে একটি নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে ক্যাপ্টেনরা তার দল এর জন্য খেলোয়ার নিবে। একটি দল এ সর্বনিম্ন দুজন খেলোয়ার রাখতে হবে। কেউ চাইলে অতিরিক্ত ১-২ জন খেলোয়ার নিবন্ধন করতে পারেন বদলি খেলোয়ার হিসেবে। তাই সর্বমোট একটি দল এ ২-৪ জন খেলোয়ার থাকতে পারবে।
নিলাম এর অর্থ কিছু অংশ দিয়ে টুর্নামেন্ট এর প্রাইজপুল এবং নিলামকৃত খেলোয়ার দের ফি দেয়া হবে।
বি.দ্রঃ খেলোয়ার রা নিলামকৃত অর্থ এর সম্পূর্ন পাবে নাহ। এটি একটি প্রতিকি নিলাম হিসেবে ধরা হবে। এই নিলাম এবং অন্য যেকোন নিয়েম আয়োজক যেকোন মূহুর্তে পরিবর্তন করতে পারে। তাই টুর্নামেন্ট এ অংশগ্রহণ করার আগে সব কিছু ভেবে নিবেন।
সবাইকে আমাদের আয়োজিত এই টুর্নামেন্ট এ অংশগ্রহন এবং সফল করার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে।
চলুন সবাইলে মিলে একটি অসাধারণ এবং আকার্ষনীয় এই টুর্নামেন্ট এর স্বাক্ষ্য হই।
যেকোন ধরনের তথ্য অনুসন্ধান অথবা সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলেঃ info@bdesports.org